আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

রামগড়ে নিখোঁজের চারদিন পর মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ২৪ জুলাই ২০২২ ০৮:৪৩:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

জেলার রামগড়ে বিবি খাদিজা (৫৫) নামে এক মহিলার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ । বিবি খাদিজা গত ২১ জুলাই থেকে নিখোঁজ ছিলো।

রোববার সকাল দশটায় রামগড় পৌরসভার ২নং ওয়ার্ডের পরিত্যক্ত রাইস টনিক (মদ কারখানা) থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

 

সে রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের বল্টুরামটিলা গ্রামের মোঃ নুরুল আলমের স্ত্রী বলে জানা গেছে।

খাদিজার বড় ছেলে কাঠ মিস্ত্রি নুরুল ইসলাম জানান,  ২১ জুলাই সকালে ঘুম থেকে উঠে মাকে খুজে না পেয়ে  সর্বত্র খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান না পেয়ে রামগড় থানায় নিখোঁজ ডাইরি করি। যার নং ৭৬৯।

 

স্হানীয়রা জানান, সকালে দুর্গন্ধের সূত্র ধরে রাইস টনিকের (মদ ফেক্টরি ) পরিত্যক্ত একটি রুমে অর্ধগলিত মহিলার লাশ দেখতে পেয়ে রামগড় থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গলিত লাশের খবর পেয়ে আমি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্হলে গিয়ে মধ্যবয়সী মহিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করি। লাশটি নিখোঁজ মহিলা বিবি খাদিজার বলে সনাক্ত হয়েছে। মৃত্যুর কারন উদঘাটনে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে বলে তিনি জানান।