আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

মামলা প্রাত্যাহারের দাবীতে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ ০৬:৩২:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

সংববাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মো. ইলিয়াসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় লোহাগাড়া বটতলি মোটর স্টেশনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

এতে সাংবাদিক কাইছার হামিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম (দৈনিক জনকণ্ঠ ও সুপ্রভাত বাংলাদেশ), জাহেদুল ইসলাম (দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক সাঙ্গু) ও মো. হোসেন মেহেদী (দৈনিক যুগান্তর)।

 

বক্তারা বলেন, এক নারীর অনুষ্ঠিত মানববন্ধনের সংবাদ প্রকাশের জের ধরে ওই নারী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলা দিয়ে সাংবাদিকদের লেখনি বন্ধ করা যাবে না। অনতিবিলম্বে মামলা প্রত্যাহার করে নেবার জন্য জোর প্রতিবাদ জানান।

 

এসময় উপস্থিত ছিলেন- দৈনিক আজাদী প্রতিনিধি মোহাম্মদ মারুফ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রায়হান সিকদার, মুক্তখবর প্রতিনিধি ইব্রাহিম খলিল, প্রথম আলো প্রতিনিধি কাইছার হামিদ তুষার, , দ্যা ডেইলি ওভজারভার প্রতিনিধি মিনহাজ উদ্দন, আনন্দ টিভি প্রতিনিধি আবদুল ওয়াহাব, দৈনিক দিন প্রতিদিন প্রতিনিধি দলিলুর রহমান, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি ফাহিম শাহরিয়ার  প্রমুখ।

 

উল্লেখ্য, সাংবাদিক মো. ইলিয়াছ লামা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর প্রত্রিকার লামা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।