আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

মহেশখালী পৌরসভায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার ও জেলেদের মাঝে চাউল বিতরণ অনুষ্ঠিত

সরওয়ার কামাল, মহেশখালী : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ ০৯:৪১:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

মহেশখালী পৌরসভায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবার ও সাধারণ জেলেদের মাঝে  চাউল বিতরণ করা হয়েছে। ৩০ই মে সকাল ১০টায় পৌরসভার সিকদার পাড়া ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্রে দুপুর ১২টায় রাখাইন পাড়া খাদ্য গোদামের মাঠ থেকে  চাউল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন- মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া। এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা, মহেশখালী মৎস্য কর্মকর্তা রবিউল হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ সহ সকল কাউন্সিলবৃন্দ।  ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের দুই অসহায় পরিবার জানান, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বাঁধ ভেঙ্গে যখন পানি প্রবেশ করে ঘর ও বাড়ির অনেক মালামাল ভেসে যাচ্ছিল। পৌর মেয়র আমাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়েছিল  মাননীয় প্রধানমন্ত্রী এই উপহারে আমরা অনেক উপকৃত হবো। চাউল নিতে আসা জেলে পরিবারের সাথে কথা বলে জানা যায় আগামী ৬৫ দিন সাগর বন্ধ থাকবে এই সময়ে প্রধানমন্ত্রীর দেওয়া এই ত্রাণ  আমাদের পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে সহায়ক হবে। আমরা জেলে পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া বলেন, ১ম ধাপের উপহার দ্বিতীয় ধাপে আবারো ৫৬ কেজি করে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হবে। এবং ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ইতি মধ্যে কিছু ত্রাণ পৌছেছে আমরা তাদেরকে ও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছি।