আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১
১০ হাজার লিটার চোলাই মদ জব্দ

ভাটিয়ারী এলাকার দূর্গম পাহাড়ে চোলাই মদ তৈরীর বিশাল কারখানা ধ্বংস

Author Thedaily Shangu | প্রকাশের সময় : শনিবার ১২ ফেব্রুয়ারী ২০২২ ১১:২৩:০০ পূর্বাহ্ন | উত্তর চট্টগ্রাম

সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকার গভীর পাহাড়ী জঙ্গল এলাকায় বিশাল চোলাইমদ তৈরীর কারখানা ধ্বংস করেছে র‌্যাব। এসময় ১০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ ফেব্রুয়ারি র‌্যাবের একটি দল সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকার দুর্গম পাহাড়ের পাদদেশে হুনাছড়া নামক জায়গায় অভিযান পরিচালনা করে  মোঃ বিদ্যুৎ খন্দকার , কামাল ,  মামুন (২৪) আটক করে। তাদের জিজ্ঞাসাবেদ বাদে  গোপন কারখানা থেকে   ১০,০০০ লিটার চোলাই মদ ও ৪০,০০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায় আটককৃতরা অবৈধভাবে মদ তৈরির উপকরন সংগ্রহ করে দেশীয় তৈরি চোলাই মদ উৎপাদন করে  চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণের আনুমানিক মূল্য ০৩ কোটি টাকা।