বোয়ালখালী উপজেলা প্রশাসন নির্মিত শেখ রাসেল শিশুপার্কের উদ্বোধন করা হয়েছে। এটি নির্মাণে কালুরঘাট সেতু দ্বিভাজিত ও শহরতলী হয়েও পিছিয়ে থাকা বোয়ালখালীর শিশুদের মানসিক ও মানবিক উন্নয়নে আরেকধাপ এগিয়ে আনা হয়েছে।
ফলে বোয়ালখালী বাসী কর্ণফুলি নদীর কালুরঘাট সেতু, যানজটে আচ্ছ্বাদিত চট্টগ্রাম নগরীতে চিত্ত বিনোদনের স্পট গুলোতে খামাকা না গিয়ে খুবই কম সময় ও কম টাকায় শিশু বিনোদনের অনন্য সুযোগ সৃষ্টি হয়েছে।
১৩ নভেম্বর সকাল ১১টায় বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন এর স্মার্ট পরিকল্পনায় নানন্দিকতার ছোঁয়ায় নির্মিত এ শেখ রাসেল শিশুপার্কটি আনুষ্ঠানিক উদ্বোধন কালে উপস্থিত ছিলেন -চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নোমান আল মাহমুদ , জেলা পরিষদ চট্টগ্রাম এর চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, বোয়ালখালী উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম রাজা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন মো: এমরান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, পৌর মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, ওসি মো: আছহার উদ্দিন, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, এস এম জসিম, মোহাম্মদ মোকারম, আবদুল মান্নান শফিউল আজম শেফু, কাজল দে, হোসনেয়ারা বেগম, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবুল, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, বোয়ালখালী প্রেস ক্লাব এর সাবেক সভাপতি অধীর বড়ুয়া, নবনির্বাচিত সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুদ্দিন খালেদ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল, সদস্য শাহ আলম, সাংবাদিক এস এম মোদাচ্ছের, এইচ সি দে রাজু, পুজন সেন, দেবাশীষ বড়ুয়া রাজু, বাবর মোনাফসহ প্রশাসনের কর্মকর্তা, ও গন্যমান্য ব্যক্তিবর্গ।