আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

বিসিকের পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার | প্রকাশের সময় : বুধবার ৬ নভেম্বর ২০২৪ ০৬:৪১:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিসিক জেলা কার্যালয় কক্সবাজারে ২০২৪-২৫ অর্থবছরের ২য় ব্যাচের শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৬ নভেম্বর) বিসিক জেলা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিকের চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক ও যুগ্মসচিব মো: মোতাহার হোসেন। 

এতে লবণ শিল্পের উন্নয়ন কার্যালয় এর উপ-মহাব্যবস্থাপক মো: জাফর ইকবাল ভূঁইয়াসহ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। 

পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থীকে শিল্পোদ্যোক্তা হওয়ার  প্রশিক্ষণ দেয়া হয় এবং সমাপনী দিনে সনদপত্র বিতরণ করা হয়। 

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ রিদওয়ানুর রশিদ। 

দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে এবং বেকারত্ব দূরীকরণে এ প্রশিক্ষণ ভূমিকা রাখবে বলে বক্তারা উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ২ নভেম্বর পাঁচদিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়।