আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

বাঙ্গালহালিয়া ধলিয়াপাড়া শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ১২:১৯:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

রাঙ্গামাটি জেলার  রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ধলিয়াপাড়া শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক কোমলমতি ছেলে মেয়েদের কে শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সোমবার (১৫ই এপ্রিল)বিকালে ধলিয়াপাড়া খেলার মাঠে শিক্ষা সামগ্রী বিতরণ পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

উক্যসিং মারমার সঞ্চালনায় সভায় ধুলিয়াপাড়া শিক্ষা ফাউন্ডেশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ভদন্ত রাজিন্দা থের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মংউচিং মারমা,ভদন্ত আগাওয়াইসা থের,বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল রহমান,সুইথুইমং মারমা,মিসেস নাইশৈক্রই মারমা,গণমাধ্যম কর্মী,রাজনৈতিক বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিক্ষা সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার।পড়ালেখায় যথেষ্ট আগ্রহ, ইচ্ছা শক্তি ও বড় হওয়ার স্বপ্ন থাকলেও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে ঝড়ে পড়তে হয় অনেক মেধাবী শিক্ষার্থীদের। যার কারনে মেধাবী হওয়া সত্বেও অকালে ঝড়ে পড়তে হয় মৌলিক অধিকার নামক শিক্ষা থেকে।ধলিয়াপাড়া শিক্ষা ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসা একটি মহৎ গুণ। তাই সবাইকে এসব সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসা প্রয়োজন। শিক্ষা সামগ্রী প্রাপ্ত এই মেধাবী শিক্ষার্থীরা একদিন দেশের সর্বোচ্চ শিক্ষা অর্জন করে দেশের অহংকারে পরিণত হবে। দেশের উন্নয়নে তারা অনেক অবদান রাখবে।

অনুষ্ঠান শেষে ছেলে মেয়েদের হাতে স্কুলের ব্যাগ,খাতা,কলম এবং আরো যাবতীয় শিক্ষা সামগ্রী হাতে তুলে দেন অতিথি বৃন্দগন।