আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশ বিনির্মাণে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে "মতবিনিময় সভা"অনুষ্ঠিত

বেলাল আহমদ, লামা : | প্রকাশের সময় : বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ০৩:৫৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের লামায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় লামা তথ্য অফিস আয়োজিত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সরকারি মাতামুহুরী কলেজ কনফারেন্স রুমে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।

 

আলোচনা সভায় সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,

সরকারি মাতামুহুরী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল মোনায়েন।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) লামা লাবনী আক্তার তারানা

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সরকারি মাতামুহুরী কলেজের প্রভাষক,সাংবাদিক, কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিল।