আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়িতে উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় দুই জনপ্রতিনিধিকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : সোমবার ১৩ মে ২০২৪ ০৮:২১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণাকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব ও ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের দু’জনকে আগামী ১ দিনের সময় দিয়ে ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী সোমবার (১৩ মে) বিকেলে এই কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

 

সহকারি রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, গত ৯ এপ্রিল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণায় ভোটারদের উদ্দেশ্যে মানহানিকর বক্তব্য দেন। তিনি ওই প্রতীকের পক্ষে ভোট না দিলে ভোটারদের ‘মীর জাফর’ হবে বলে উল্লেখ করেন। তার ভিডিও ক্লিপ রয়েছে। বিষয়টি নির্বাচনী আচরণ বিধি ১৮ (ক) এর লংঘন।  এব্যাপারে এইচ এম আবু তৈয়ব বলেন, ‘এলাকার সভা সমাবেশে জনগনের হয়ে আমাদের অনেক কথাই বলতে হয়। আমরা ছোটকাল থেকে রাজনীতি করি। আমরা গণমানুষের প্রতিনিধিত্ব করি।’

 

অপরদিকে, গত ১১ মে ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন তাঁর ফেসবুক পোস্টে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং একই সাথে পূর্ববর্তী নির্বাচন নিয়েও প্রশ্ন তোলায় আচরণ বিধিমালা এর ৫ (ক) এর উপবিধি লংঘন করেছেন। এ ব্যাপারে মেয়র মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমি জনগনের মুখপত্র হিসেবে আমার বক্তব্য উপস্থাপন করেছি। এতে বিধিলঙ্ঘন হয়েছে কিনা ভেবে দেখিনি। তবে আমরা জনগনের কথা বলি।’

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘তারা দুজনেই নির্বাচনী বিধি উপেক্ষা করেছেন। এটি উপজেলা পরিষদ নির্বাচন ২০১৬ বিধিমালার পরিপন্থী। তাই তাদের দুইজনকে সশরীরে হাজির হয়ে বিধি লঙ্ঘনের বিষয়ে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না সে বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।’

 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন উন্মুক্ত এবং অবাধ সুষ্ঠু করার ঘোষণা দেওয়ায় নির্বাচনে আমিসহ অনেকে অংশ গ্রহণ করেছেন। সাবেক উপজেলা চেয়ারম্যানের এমন বক্তব্য দুঃখজনক। এতে এলাকার ভোটার হতাশ হয়েছে।’

 

উল্লেখ, ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে দ্বিতীয় ধাপের আগামী ২১ মে ফটিকছড়ি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী মোটর সাইকেল এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ ইরান আনারাস প্রতীকে নির্বাচন করছেন।