নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক মিয়ানমারে পাচারের চেষ্টাকালে মালিক বিহীন বাংলাদেশী অকটেন এবং চাওল উদ্ধার করা করা হয়েছে।
শুক্রবার ১৬ ফেব্রুয়ারি ভোর ৫টা১০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের ১১ বিজিবি এর অধীনস্থ দৌছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বিল্লাল হোসেন এর নেতৃত্বে টহল দল কর্তৃক সীমান্ত পিলার ৫০ এলাকা থেকে বাংলাদেশের অভ্যন্তরে বাহির মাঠ নামক স্থান থেকে মালিক বিহীন অবস্থায় ১৮০ লিটার অকটেন এবং ৯০ কেজি চাউল উদ্ধার করা হয়েছে।ধারনা করা হচ্ছে,উক্ত অকটেন এবং চাওল গুলো মিয়ানমারে পাচার করার জন্য স্থানীয় চোরাকারবারিরা চেষ্টা করছিল,বিজিবি টহল দলের অবস্থান বুঝতে পেরে চোরাচালানে জড়িতরা গহীন জঙ্গল দিয়ে পালিয়ে যায়। উল্লেখ্য,সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করে আসছে।