আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি বিজিবির অভিযানে ৯বিদেশি গরু আটক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শনিবার ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ০৭:৩৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক মালিক বিহীন ৯টি বিদেশি গরু আটক করেছে।১১ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ১৭ ফেব্রুয়ারি ভোরে  টহল কমান্ডার হাবিলদার মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে টহল দল কর্তৃক ব্যাটালিয়ন সদর থেকে পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া নামক স্থান থেকে মালিক বিহীন ৯ টি মিয়ানমার থেকে চোরাই পথে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আনা গরু আটক করা হয়।

যার আনুমানিক বাজার মূল্য ১৪ লক্ষ টাকা বলে জানা যায়।

আটককৃত গরুগুলো পরবর্তী নিলাম কার্যক্রমের জন্য ব্যাটালিয়ন সদরের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য সীমান্ত এলাকার কাছাকাছি বসবাসকারী  স্থানীয়দের সহযোগিতা নিয়ে চোরাকারবারিরা নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের ৪৮ নং সীমান্ত পিলার এলাকা দিয়ে পাশ্ববর্তী দেশ মিয়ানমার থেকে গরু,মহিষ,চাগল বিভিন্ন পাহাড়ি  দুর্গম জায়গা দিয়ে এনে সময় সুযোগ করে পাছার করে দিচ্ছে পাশ্ববর্তী জেলা কক্সবাজারের বিভিন্ন হাটে বাজারে।