আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির ৪৪এবং ৪৬ সীমান্ত পিলার এলাকা দিয়ে মিয়ানমার থেকে এলো বড় বিস্ফোরণের শব্দ

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বুধবার ২০ মার্চ ২০২৪ ০৯:৪০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের আওতাধীন ৪৪ এবং ৪৬ সীমান্ত পিলার এলাকা দিয়ে বুধবার ২০ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে  ১০ টা ৪৫ মিনিট পযর্ন্ত থেমে থেমে প্রায় ৯টি বড় শব্দ করে মিয়ানমারের ভিতর থেকে বিস্ফোরণের বিকট আওয়াজ সীমান্ত পেরিয়ে প্রায় আধা কিলোমিটার নাইক্ষ‍্যংছড়ির অভ‍্যন্তরে আসে বলে জানা যায়। প্রায় ৪৪ ঘন্টা পযর্ন্ত ঐ সীমান্ত এলাকায় কোন বিস্ফোরণের আওয়াজ আসেনি,বুধবার সকালে আসা বিস্ফোরণের বড় শব্দ গুলো মিয়ামারের ভিতরে সাহেব বাজার,বলিবাজার এবং অংথাব্রে নামক জায়গা থেকে আসতে পারে বলে ধারনা করেছেন সীমান্তের কাছাকাছি বসবাসকারী মোঃ আবুল এবং রহমান। ধারনা করা হচ্ছে উপরে উল্লেখিত মিয়ামারের ভিতরে ঐ জায়গাগুলোতে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরকান আর্মির মাঝে সংঘর্ষের কারনে তাদের মাঝে ব্যবহারিত ভারী গোলার বিকট শব্দের আওয়াজ আগের মতই বাংলাদেশের অভ্যন্তরে এসেছে।