নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার ২৬ ফেব্রুয়ারি সকাল ১১ টার সময় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনস্থ লেম্বুছড়ি বিওপির নায়েব সুবেদার মোঃ জাকির হোসেনের নেতৃত্বে বিওপির দায়িত্বপূর্ণ বাহির মাঠ এলাকায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় স্থানীয় ব্যাক্তিবর্গ ও জনসাধারণসহ অনেকেই উপস্থিত ছিলেন। উক্ত সভায় অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত চোরাচালান ও চলতি এই সময়ে পাশ্ববর্তী দেশ মিয়ানমার সীমান্তে গোলাবারুদ বিস্ফোরণ হচ্ছে সে বিষয়ে সতর্কতা এবং সীমান্ত এলাকার শুন্যলাইন অতিক্রম করা যাবেনা মর্মে সচেতনতা মুলক পরামর্শ দেওয়া হয়। এবং বন্য হাতির প্রবনতা থেকে সতর্কতা অবলম্বন করে সচেতনার সাথে চলাফেরা করার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
এছাড়া চোরাচালান প্রতিরোধ,অবৈধ কাঠ কাটার বিরুদ্ধে ও মাদকদ্রব্য সেবনের ভবিষ্যত ফলাফল নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। আলোচনাশেষে উপস্থিত স্হানীয় জনগণে বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা শুনেন সংশ্লিষ্টরা।