নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ কর্তৃক দেশীয় তৈরী চোলাইমদ সহ ৩ সন্দেহভাজন উপজাতি ব্যাক্তিকে আটক করা হয়েছে। বুধবার ১৩ মার্চ সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি থানার এসআই তৌফিকের নেতৃত্ব নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ রুপনগর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে মদ পাচারের প্রস্তুতি কালে সড়কের পাশ থেকে আনুমানিক ৪০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ বহনকারী ৩ জন উপজাতিকে আটক করে।
আটকদের হওয়া ব্যক্তিরা হলেন
মংসুয়ে ক্যো মার্মা (৩৪)
পিতা- মংথুইচিং মার্মা
সাং-উক্যইজাই পাড়া,৯ নং ওয়ার্ড, সদর ইউনিয়ন, পোঃ+ থানাঃনাইক্ষ্যংছড়ি,বান্দরবান।
ছাইমং মার্মা (২৫)
পিতা- মৃত বামং মার্মা।
সাং-উক্যইজাই পাড়া, ৯ নং ওয়ার্ড, সদর ইউনিয়ন,
উনালয় মার্মা (২৪)
পিতা- অংচাই মার্মা
সাং- উক্যইজাই পাড়া,৯ নং ওয়ার্ড, সদর ইউনিয়ন,
পরবর্তীতে পুলিশ উপস্থিত লোকজনের সম্মুখে জব্দ তালিকা মতে মদসহ তাদেকে হেফাজতে নেন। এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।