আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন সম্মাননা পেলো মিরসরাইয়ের দুর্বার

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪ ০৪:৪৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম কর্তৃক সরকারি-বেসরকারি পর্যায়ে সম্পৃক্ত থেকে সামাজিক, মানবিক ও যুববান্ধব কার্যক্রম বাস্তবায়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন সম্মাননা অর্জন করেন দুর্বার প্রগতি সংগঠন।

জাতীয় যুব দিবস-২৪ উদযাপন কর্মসূচির অংশ হিসেবে গত ১৭ নভেম্বর চট্টগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুর্বার’র সভাপতি রিপন কুমার দাশ ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদর নেতৃৃত্বে দুর্বার’র প্রতিনিধিদের মাঝে এ সম্মাননা সনদ ও স্মারক তুলে দেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী আব্দুল আলীম ও সহকারী পরিচালক মো. আব্দুল হান্নান আলম।

২০১১ সালের ৭ জানুয়ারিতে মিরসরাইয়ের মলিয়াইশে হেতালিয়া খালের পাড়ে চব্বিশ প্রতিষ্ঠাতার নেতৃত্বে গড়ে উঠা সংগঠন এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, কৃষি, ক্রিড়া, দূর্যোগ মোকাবিলা, অবক্ষয় রোধ সহ সামাজিক, মানবিক ও যুব বান্ধব সৃষ্টিশীল কার্যক্রম পরিচালনা করে সর্বমহলে প্রশংসিত হয়েছে। দুর্বার প্রগতি সংগঠনের স্বীকৃতি নং- যুউঅ.চট্ট. ০৬/১৭। ভালবাসা ও আস্থা অর্জন করেছে সবার। সে থেকে ২০২৪ সালের এসময় পর্যন্ত টানা ১৪ বছর গৌরবের সাথে দুর্বার’র দুই শতাধিক স্বেচ্ছাসেবীরা নিরবিচ্ছন্নভাবে সুন্দর সমাজ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে।