আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া : | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ জুন ২০২৪ ১০:০২:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে সালাহউদ্দিন লিমন প্রকাশ টাইগার (২৫) নামে এক যুবকের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। 

মঙ্গলবার (১১জুন) দুপুর ২টার দিকে চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডস্থ নামার চিরিংগা চেয়ারম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।

 

মারা যাওয়া লিমন ওই এলাকার মৃত মোস্তাফিজুর রহমান মুন্সির কনিষ্ট ছেলে ও চিরিংগা বহুমুখী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন লিটন (লিটন সিকদার) ছোট ভাই। তিনি চকরিয়া উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে সহকারী দলিল লেখক হিসেবে কাজ করতেন।

 

লিমনের বড় ভাই সেলিম উদ্দিন লিটন বলেন, মঙ্গলবার দুপুরের সময়ে বাড়িতে গোসলের পর ফ্যানের সুইচ দিতে গেলে সে আকস্মিক ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তবে ধারণা করা হয়েছে, সে খালি পায়ে ভেজা শরীর নিয়ে ফ্যানের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, তাঁর অকাল মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। শত শত নারী-পুরুষ তাকে এক নজর দেখতে ভীড় জমে।

 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী কাছে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া যুবকের পরিবারের পক্ষথেকে কোন ধরণের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।