আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চকরিয়ায় পুলিশের অভিযানে ৪ হাজার ৮শত ইয়াবা উদ্ধার : পাচারকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ১২:২১:০০ পূর্বাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের চকরিয়া পৌরসভাস্থ বাটাখালী ব্রীজে এক মোটরসাইকেল আরোহীকে তল্লাশি চালিয়ে পুলিশের অভিযানে ৪ হাজার ৮শত ইয়াবাসহ মোহাম্মদ করিম (২৪) নামে এক  পাচারকারীকে আটক করেছে।

 

রবিবার সন্ধ্যা ৫ টার দিকে বাটাখালী ব্রীজের উপর থেকে ইয়াবা বহণকারী মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

 

আটককৃত পাচারকারী মোহাম্মদ করিম  টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাজিরামুড়া এলাকার মৃত আলী আহমদের ছেলে।

 

অভিযান সূত্রে জানাগেছে, চকরিয়া উপজেলার অভ্যান্তরীণ বদরখালী-মহেশখালী সড়ক দিয়ে  মোটরসাইকেল যোগে ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে সিনিয়র সহকারী  পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) নির্দেশে  চকরিয়া পৌরসভাস্থ বাটাখালী ব্রীজের উপরে চেক পোস্ট বসিয়ে এ অভিযান চালায়। এসময় একটি মোটরসাইকেল চালককে থামাতে চাইলে সে পালিয়ে যেতে চেষ্টা করে। পরে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। ওই তার ব্যবহৃত মোটরসাইকেল তেলের টাংকি ভেতর থেকে ৪ হাজার ৮শত ইয়াবা উদ্ধার করে মোটরসাইকেলসহ জব্দ করে তাকে আটক করা হয়।

 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ইয়াবা পাচারকারী যুবকের শিকারোক্তি মোতাবেক মোটরসাইকেল তল্লাশি চালিয়ে তেলের টাংকির ভেতর থেকে ইয়াবার তিনটি প্যাকেট বের করা হয়। এতে চার হাজার ৮শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৪০ হাজার টাকা হতে পারে। আটক করিমের  বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।