কক্সবাজারের চকরিয়ায় উপকূলীয় চিংড়ি জোনের ১১ একর পয়েন্টের মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে মোহাম্মদ বাদশা মিয়া (৫৫) নামের এক ব্যক্তি জালে আটকে পড়ে মৃত্যু হয়েছে।
মারা যাওয়া জেলে বাদশা মিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অলির বাপের পাড়া এলাকার মৃত আশরাফ উজ্জমানের ছেলে।
শনিবার (৬ আগস্ট) ভোরে সাহারবিল ইউনিয়স্থ রামপুর উপকূলীয় চিংড়ি জোন ১১ একর পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার উপকূলীয় চিংড়ি জোনের ১১ একর পয়েন্ট এলাকায় ভোরে
মাতামুহুরী নদীতে মাছ ধরতে জাল ফেলেন বাদশা মিয়া। ওইসময় পানিতে জাল আটকে গেলে তিনি ডুব দিয়ে জাল ছেড়ে নিতে গেলে নিখোঁজ হন। পরে তার সাথে থাকা সঙ্গীয় লোকজন ও আত্মীয় স্বজনেরা অনেক খোঁজাখুঁজির পর জাল প্যাঁছানো অবস্থায় থাকে মৃত উদ্ধার করেন।
পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: কফিল উদ্দিন মৃত্যুের সত্যতা নিশ্চিত করেছেন।