আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ক্ষোভের মুখে হিজাবের নিষেধাজ্ঞা তুললো মিরসরাইয়ের জেবি স্কুল

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : বুধবার ৩০ মার্চ ২০২২ ০২:৫২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

হিজাব পরে বিদ্যালয়ে আসায় শিক্ষার্থীকে বেত্রাঘাত ও শারিরীক নির্যাতন করাকে কেন্দ্র করে উত্তপ্ত হওয়া পরিস্থিতিতে হিজাব পরার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ (জেবি) উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৩০ মার্চ) বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি সাংবাদিকদের হাতে এসেছে। বিজ্ঞপ্তিটির সত্যতা নিশ্চিত করেন প্রধান শিক্ষক নিজেই। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘জে.বি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীসেহ সংশ্লিষ্ট সকলকে অবগত করা যাচ্ছে যে, অদ্য প্রাত্যহিক সমাবেশে হিজাব/স্কার্ফ পরা নিয়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্ঠি হয়েছে, উর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষার্থীর সাথে আলোচনার প্রেক্ষিতে বিষয়টি সমাধান করা হয়েছে। বিদ্যালয়ে আসার ক্ষেত্রে ছাত্রীদের হিজাব/স্কার্ফ পরিধান করার ক্ষেত্রে কোন সমস্যা নাই। যে সকল ছাত্রী হিজাব/স্কার্ফ পরিধান করতে ইচ্ছুক তারা হিজাব/স্কার্ফ পরে বিদ্যালয়ে আসতে পারবে।’ বুধবার (৩০ মার্চ) সকালে বিদ্যালয়ে এ্যাসেম্বলি চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামিউল হিকমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন, জোরারগঞ্জ ইউনিয়েন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু সহ সাংবাদিকরা। এসময় প্রধান শিক্ষকের কক্ষে সবার সম্মিলিত বৈঠকে হিজাব/স্কার্ফ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়। প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া বলেন, বিদ্যালয়ে হিজাব পড়ার বিষয়ে সিদ্ধান্ত আমরা স্কুলের প্রাত্যহিক সমাবেশেও ঘোষণা দিয়েছি। আবার নোটিশ আকারেও প্রচার করেছি। প্রসঙ্গত, এক শিক্ষার্থী স্কুলে হিজাব পরে আসার কারণে প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া তাকে বেত্রাঘাত করার অভিযোগে গত কয়েকদিন মিরসরাইয়ে উত্তেজনা বিরাজ করছিল। যদিও শুরু থেকে প্রধান শিক্ষক বেত্রাঘাতের বিষয়টি অস্বীকার করছিলেন। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপে বিষয়টি সুরাহা হলো। এতে সচেতন মহলে স্বস্তি নেমে এলো।