২৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১ টায় ইছানগর বাংলাবাজারঘাট চত্ত্বরে
কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর বাংলাবাজার ঘাট- মৌলভীবাজার সংযোগ সড়ক (হাফেজ মইনুদ্দিন সড়ক) এর সংস্কার কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন করেছে চরপাথরঘাটা- চরলক্ষ্যার স্থানীয় জনসাধারণ।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইছানগর বাংলাবাজার ঘাট সাম্পান মালিক সমিতি, চরলক্ষ্যা ইছানগর সিএনজি সমিতির নেতৃবৃন্দসহ চরপাথরঘাটা-চরলক্ষ্যার ইউনিয়নের উক্ত সড়ক ব্যবহারকারী স্থানীয় জনসাধারণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম ইছানগর বাংলাবাজারঘাট সাম্পান- টেম্পু মালিক সমিতির সভাপতি মোহাম্মদ লোকমান দয়াল, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন শিহাব, চরলক্ষ্যা- ইছানগর সিএনজি সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস সাইমন, চরলক্ষ্যা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা শ্রমিকলীগ নেতা মোহাম্মদ সেলিম, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, ইকবাল হোসেন, জাবেদ উদ্দিন, কায়সার আহমেদ, আলমগীর হোসেন, মুহাম্মদ দিদার, আব্দুস সালাম, মোহাম্মদ জাবেদ, জমির উদ্দিন, সেলিম উদ্দিন, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ আজাদ, শফিউল আলম, মোহাম্মদ মিন্টু, মোহাম্মদ ইয়াছিন প্রমূখ।
এসময় বক্তারা বলেন-চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর বাংলাবাজারঘাট- মৌলভীবাজার সংযোগ সড়ক (হাফেজ মইনুদ্দিন সড়ক) এর সংস্কার কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না হওয়ার আশঙ্কা ও ব্যবহারে উপযোগী বিকল্প সড়ক না থাকায় বিপাকে পড়তে হচ্ছে চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নে জনসাধারণকে। কৃষকদের উৎপাদিত শাকসবজি ও খামারিদের তরল দুধ নিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
নেতৃবৃন্দ নির্দিষ্ট সময়ে কাজে গুনগত মান ঠিক রেখে দ্রুত সংস্কার কাজ শেষ করার জোর দাবি জানান।