সৌদি আরব প্রতিনিধি :
করোনা পরিস্থিতি স্ববাবিক করতে সৌদি আরব সরকার ঘোষনা দিয়েছেন সকল নাগরিক এবং প্রবাসীসহ সবার জন্য করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে ভ্যাকসিন কেন্দ্রগুলির পাশাপাশি বিভিন্ন দাওয়াখানা বা ফার্মাসিতেও ফ্রি’তে সবার জন্য দ্রুত ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করছে। অন্য দিকে আগামীতে হজ্ব করতে ইচ্ছুক সকল হাজীগণদের জন্য করোনা ভাইরাস ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক বলে ঘোষণা দিয়েছে। দেশ এবং দেশের বাইরে হজ্ব করতে ইচ্ছুকদের ভ্যাকসিন না নিলে হজের অনুমতি দেবে না সৌদিআরব । ইতিমধ্যে দেশটিতে এক মিলিয়নেরও বেশী ভ্যাকসিন ডোজ প্রদান করেছে বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়। চলিত বছরের(মার্চ)মাসের মাঝামাঝিতে সৌদিআরবের সকল পরিস্থিতি আগেরমত স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।