আনোয়ারা প্রতিনিধি:
কর্ণফুলী গাউছিয়া কমিটির করোনায় দাফন ও সৎকার ঠিমকে সংবর্ধিত করেছেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। গত রবিবার বিকালে উপজেলার দক্ষিণ শিকলবাহা এছন আলী শাহী জামে মসজিদ সংলগ্ন মাঠে গাউছিয়া কমিটির ব্যাবস্থাপনায় খলিফাতুল রাসূল (দঃ) ওফাত বার্ষিকী, ওরশে গাউছে পাক ও ওরশে খাজা গরীবে নেওয়াজ (রাঃ) উপলক্ষে আয়োজিত সুন্নি সম্মেলন এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি মাওলানা এম এ মাবুদ এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত এর কো-চেয়ারম্যান আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল কাদেরী। মাওলানা লোকমানের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ফয়জুল বারী ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ড.খলিলুর রহমান। বক্তব্য রাখেন ক্বারি আল্লামা তারেক আবেদীন আলকাদেরী। অনুষ্ঠানে করোনা দাফন ও সৎকার কাজে বিশেষ অবদান রাখায় স্বেচ্ছাসেবক টিম কর্ণফুলীর সমন্বয়ক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ও শিকলবাহা আহলে সুন্নাত ওয়াল জামাত ইউনিয়ন শাখার নব নির্বাচিত সভাপতি মওলানা মুহাম্মদ মাসুদ জাহাঙ্গীরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন,মাওলানা মুহাম্মাদ জমির,ওসমান গনি আশরাফী, ইউনুস অহিদী,জাবেরুল হক হোসাইনী,গাউছিয়া কমিটি শিকলবাহা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনুস,শিকলবাহা পাঁচ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ইকবাল সওদাগর, সাধারাণ সম্পাদক মুহাম্মদ ইয়াকুব, মুহাম্মদ বেলায়েত হুসাইন, মুহাম্মাদ নজরুল, মুহাম্মদ জাহাঙ্গীর সওদাগর,মুহাম্মদ হাসান, মুহাম্মদ মামুন, মুহাম্মদ শামসুল আলম, মুহাম্মদ বোরহান উদ্দিন ও মুহাম্মদ ফারুক।