বাংলাদেশ , শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কাপ্তাই উপজেলা প্রশাসন
লেখক : দৈনিক সাঙ্গু | প্রকাশ: ২০২০-১২-১৬ ১৭:৩৩:৩৪
কাপ্তাইপ্রতিনিধি :
মহান বিজয় দিবসে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন কাপ্তাই উপজেলা প্রশাসন। এইছাড়া উপজেলা রেস্ট হাউজ চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এইসময় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে স্ব- স্ব প্রতিষ্ঠানের পক্ষ হতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত পরিসরে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।

© 2019 - All Rights Reversed Daily Shangu
Web Design and Development By: CHOST